বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন এর ঢাকা অফিস প্রাংগনে গত ০৯-১২-২০২১ তারিখে মাদাগাস্কারের জেলে আটক চার সীফেয়ারের পরিবারবর্গের হাতে আইটিএফ সীফেয়ারার ট্রাস্টের সৌজন্যে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। যেহেতু এ্যাসোসিয়েশনের যেকোন কার্যক্রমে বাংলাদেশের সকল মেরিনার (অফিসার এবং রেটিং) উপকৃত হন তাই এই বিষয়টিতেও আইটিএফ ও সীফেয়ারার ট্রাস্ট BMMOA-এর উপরে আস্থা রেখেছে এবং আইটিএফ ও সীফেয়ারার ট্রাস্ট এর বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মাদাগাস্কারে জেলে আটক থাকা নাবিকরা (সকলেই রেটিংস) আমাদের সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার এসোসিয়েশন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেয়; আটক হওয়া মেরিনারদের পরিবার এবং আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ স্থাপনসহ অন্যান্য আইনি বিষয়ে তাঁদের দ্রুত ছাড়িয়ে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য উক্ত চার মেরিনার বাংলাদেশের ব্রাদার্স শিপিং-এর মাধ্যমে জাহাজে যোগদান করেন, পরিবারের অভিযোগ উল্লেখিত এজেন্সিটি তাদের সাথে কোন যোগাযোগ সহযোগিতা কোন কিছুই করছে না। বর্তমানে তারা প্রত্যেকেই বিশ বছরের সাজা মাথায় নিয়ে জেলে আছেন যার মধ্যে তিন বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে।