ক্যাপ্টেন অমিতাভ দাশ গত ২১শে নভেম্বর ২০২১ তারিখে অসুস্থাজনিত কারণে জরুরীভিত্তিতে জাহাজ ত্যাগ করে দেশে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ ০৪ ডিসেম্বর ২০২১ তারিখে চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। ক্যাপ্টেন অমিতাভ দাশের স্ত্রী অথৈ পাথারে পড়েন তাঁর ছোট দুই সন্তানকে নিয়ে। ক্যাপ্টেন সালাউদ্দীনের সাহায্যে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের দ্বারস্থ হন ক্যাপ্টেন অমিতাভের স্ত্রী মিসেস রুমা সাহা। জাহাজ মালিক কর্তৃপক্ষ বা ম্যানিং এজেন্ট কেউই ক্যাপ্টেন অমিতাভের জাহাজে অসুস্থ হয়ে পড়া এবং সেই একই কারণে দেশে এসে মৃত্যুবরণ করলেও ন্যায্য পাওনা প্রদানের বিষয়ে সচেষ্ট ছিলেননা। এমতাবস্থায় , এসোসিয়েশন অত্যন্ত দ্রুত এবং আন্তরিকতার সাথে এসোসিয়েশনের সদস্য প্রয়াত ক্যাপ্টেন অমিতাভ দাশের মৃত্যুর ক্ষতিপূরণ আদায়ে আইটিএফ (International Transport Wokers Federation) এর সহায়তায় জাহাজ মালিক কর্তৃপক্ষ থেকে P&I Club এর মাধ্যমে পাওনা টাকা আদায়ে সমর্থ হয়।
আজকে এসোসিয়েশনের চট্টগ্রাম অফিসে P&I Club এর প্রতিনিধি ক্যাপ্টেন অমিতাভ দাশের স্ত্রী মিসেস রুমা সাহাকে চেক হস্তান্তর করেন।
আমরা প্রয়াত ক্যাপ্টেন অমিতাভ দাশের উত্তরাধিকারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।