সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন সর্বদা সদস্যদের তথা বাংলাদেশী মেরিনারদের অধিকার রক্ষায় সদা সচেষ্ট। মেরিনারদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দাবি দাওয়া নিয়ে এসোসিয়েশন নিয়মিত কাজ করে আসছে। অনেক সমস্যা ইতিমধ্যে সমাধান হলেও বা সমস্যাগুলো প্রতিকারের পথে সফলতার মুখ দেখলেও বেশ কিছু ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টাকে আরও বেগবান করার জন্য আমরা সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী ৪ঠা সেপ্টেম্বর ২০২১ইং তারিখে মেরিনারদের অমীমাংসিত ও বিদ্যমান সমস্যা সমূহ নিয়ে “বিশ্বায়নের যুগে বাংলাদেশের মেরিটাইম সেক্টরের আধুনিকায়নে পুঞ্জিভূত সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” শীর্ষক সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের বাংলাদেশী মেরিনারগণ অংশগ্রহণ করে সংবাদ সম্মেলনকে সফল করে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করছি।
স্থানঃ নসরুল হামিদ মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (নিচ তলা), সেগুনবাগিচা, ঢাকা।
সময়ঃ সকাল (১০টা-১টা), শনিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২১ইং।