গত ৪ঠা সেপ্টেম্বর, ২০২১ইং তারিখে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ৮ দফা দাবি জানানোর পরে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১ টায়, বাংলাদেশ সচিবালয়ে মাননীয় নৌ প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমাদের দাবিগুলোর যৌক্তিকতা নিয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে ৫০ মিনিটের নিবিড় আলোচনা হয়। বিশেষ করে ওয়েজ আরনারস ডেভলপমেন্ট বন্ড ক্রয়ের ক্ষেত্রে আমাদের বঞ্চিত করার অন্যায্য সিদ্ধান্ত এবং মার্চেন্ট শিপিং এ্যাক্ট ২০২০, মেরিটাইম লেবার কনভেন্সন বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উল্লেখ্য নাবিকদের Employment Agreement এ BMMOA CBA ব্যবহার করার জন্য ২০১৬ সালে নৌ মন্ত্রনালয়ের একটি আদেশ থাকলেও দেশি জাহাজ মালিকরা সেটি অনুসরণ না করায় দেশি পতাকাবাহী জাহাজগুলো বৈদেশিক বন্দরে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বৈঠকে আমাদের যৌক্তিক দাবিগুলোর সাথে উপস্থিত সকলেই সম্মতি প্রকাশ করেন। আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।